
স্টাফ রিপোর্টার: বীরভূমের দুবরাজপুরে ঘোরাপারা গ্রামে তৃণমূল নেতা মরিলাল শেখের বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ।জানা গিয়েছে, সোমবার বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কংক্রিটের দেওয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।
ভেঙে গিয়েছে জানালার কাচ। সূত্রের খবর, এদিন বোমাগুলি রাখা ছিল বাড়ির ছাদে ও সিঁড়িতে। তবে কীভাবে সেই বোমাগুলি সেখানে এল কে বা কারা বোমাগুলি মজুত করল তা এখনও জানতে পারা যায়নি।
দুবরাজপুর থানার পুলিশ গিয়ে ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়িটি। যদিও, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই।