Uncategorized
‘ইউক্রেন যুদ্ধে যত বিস্ফোরণ হয়েছে, তার থেকে বেশি বিস্ফোরণ হয়েছে পশ্চিমবঙ্গে’: শুভেন্দু

বেআইনি বাজি কারখানা নিয়ে রাজ্য সরকারে উপর চাপ বাড়িয়েছে বিরোধীরা। বিপুল পরিমাণে বাজির মশলা উদ্ধার হওয়ায় খোঁচা দিতে শুরু করেছে বিরোধীরা।বজবজে বিস্ফোরণের ঘটনা সামনে আসার কয়েক ঘণ্টা পরই টুইট করেছেন নন্দীগ্রামের বিধায়ক। সেই টুইটে রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনেছেন।
সেখানকার থেকেও পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ বলে মত শুভেন্দুর। ওই টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, “২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। আমি মনে করি কেউ যদি হিসাব এবং তুলনা করেন, তাহলে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে যত বিস্ফোরণ হয়েছে। তার থেকে বেশি বিস্ফোরণ হয়েছে পশ্চিমবঙ্গে।”