বারবার সেরা দল গড়েও আইপিএলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবছরও দলে তারকার অভাব ছিল না। বিরাট কোহলি থেকে শুরু করে গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডুপ্লেসি, মহম্মদ সিরাজের মতো তারকারা তবুও প্লে অফের ছাড়পত্র মেলেনি।অধিনায়ক ফাফ ডুপ্লেসি মতে প্লে অফে যাওয়ার মত যোগ্য দল তারা ছিল না।
ব্যর্থতা প্রসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বলেন, ‘শেষ ম্যাচে আমাদের ওপর অনেক প্রত্যাশা ছিল। এটা মেনে নেওয়া কঠিন। আমরা জানতাম একটা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে চলেছি। শেষ দুটি ম্যাচে আমরা যেভাবে ধারাবাহিকতা ধরে রেখেছিলাম, আশা করেছিলাম ভাল ম্যাচ উপহার দিয়ে প্লে অফে পৌঁছে যাব। শীর্ষে থাকা গুজরাট টাইটানসের বিরুদ্ধে দুর্দান্ত ম্যাচ উপহার দিয়ে প্লে অফে যাওয়ার জন্য মুখিয়ে ছিলাম।’
অধিনায়ক বলেন, ‘আমরা কিন্তু জয় থেকে খুব একটা দূরে ছিলাম না। কিন্তু শুভমান গিল অবিশ্বাস্য ইনিংস খেলে আমাদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেছে। এটা খুবই হতাশাজনক। কিন্তু আমরা বেশ কিছু ইতিবাচক দিক পেয়েছি। যেমন ম্যাক্সওয়েলের ফর্ম, বিরাট কোহলিও অবিশ্বাস্য ছিল। আমার এবং বিরাটের মধ্যে যে জুটি গড়ে উঠেছিল, এক কথায় অনবদ্য।
গোটা প্রতিযোগিতায় আমাদের যে ধারাবাহিকতা ছিল, তা বলতে গেলে অসাধারণ।’ তিনি আরও বলেন, ‘গোটা আইপিএলে সিরাজ দুর্দান্ত বোলিং করেছে। তবে বেশ কিছু জায়গায় আমরা ধারাবাহিকতা দেখাতে পারিনি। যদি আমরা নিজেদের দিকে তাকাই, তাহলে একথা বলতে পারি যে আমরা কিন্তু প্রতিযোগিতার সেরা দলগুলোর মধ্যে ছিলাম না।
তা সত্ত্বেও আমরা যে প্লে অফের লড়াইয়ে ছিলাম, সেটা ভাগ্যের ব্যাপার। বেশ কিছু ভালো পারফরমেন্স আমরা করেছি। কিন্তু, সামগ্রিকভাবে আমরা প্লে অফে থাকার যোগ্য নই। গুজরাট টাইটানসের বিরুদ্ধে অনেক চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হয়েছি।’