
স্টাফ রিপোর্টার: আচমকাই আকাশ থেকে ভারি লোহার বস্তু পড়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে।স্থানীয়দের দাবি, সোমবার বিকেল তিনটা নাগাদ গোয়ালতোড়ের সিয়ারবনি জঙ্গলে হঠাৎ করে আকাশ থেকে ওই কন্টেনারটি পড়তে দেখেন জঙ্গলের পথ ধরে যাওয়া মানুষজন।
মুহুর্তের মধ্যে তা দেখার জন্য ভিড় জমে যায়। বিষয়টি কী ঘটেছে সেটাই বুঝে উঠতে পারেননি কেউ। স্থানীয়দের দাবি, ওই বস্তুটি দেখতে অনেকটাই ক্ষেপণাস্ত্রের মতো।তবে ভেতর থেকে খালি ছিল। খবর পেয়ে চলে আসে পুলিশও। ঘিরে রাখা হয় এলাকাটিকে। খবর যায় কলাইকুণ্ডাতেও। পরে যখন জানা যায় যে সেটি একটি খালিত তেলের ট্যাঙ্কার।
পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, আতঙ্কের কিছু নেই। ওই বস্তুটি মিগ ২৯ যুদ্ধবিমানের অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক। কলাইকুণ্ডা বিমানঘাঁটির কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।তাঁরা এসে ওই ট্যাঙ্কারটি নিয়ে যাবে।গ্রামবাসীদের ধারনা, যুদ্ধবিমান নিয়ে মহড়ার সময়ই কোনও কারনে সেটি পড়ে গিয়েছে।