Friday, March 29, 2024
Homeদেশলোকাল ট্রেনের বদলে চলবে বন্দে ভারত, অভিনব উদ্যোগ রেলের

লোকাল ট্রেনের বদলে চলবে বন্দে ভারত, অভিনব উদ্যোগ রেলের

সংবাদ সংস্থা : কিছুদিনের মধ্যেই লোকাল ট্রেনের বদলে চলবে বন্দে ভারত।তোড়জোড় শুরু হয়েছে মুম্বইয়ে। রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শুরুতে ২৩৮টি বন্দে ভারত রেক বাণিজ্যনগরীর যাত্রীদের পরিষেবা দেবে। যা এতদিন চলা এসি লোকাল ট্রেনের জায়গা নেবে।

লোকাল ট্রেনের বদলে চলবে বন্দে ভারত, অভিনব উদ্যোগ রেলের

আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোই লক্ষ্য, জানিয়েছে রেল।মুম্বই আর্বান ট্রান্সপোর্ট প্রজেক্ট ৩ এবং ৩এ-র আওতায় ২৩৮টি বন্দে ভারত মেট্রো বা লোকাল চালাবে রেল। রেলের তরফে জানানো হয়েছে, যে সব ক্ষেত্রে শুরুর স্টেশন থেকে অন্তিম স্টেশনের মধ্যে ন্যূনতম ১০০ কিলোমিটার দূরত্ব রয়েছে সেই পথে চলবে এই ট্রেন। স্বভাবতই যাত্রাপথের গতি বাড়বে, সুবিধা হবে যাত্রীদের।

লোকাল ট্রেনের বদলে চলবে বন্দে ভারত, অভিনব উদ্যোগ রেলের

বন্দে ভারত ট্রেনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দ্যও অনেকটাই বেশি। সেই সুবিধা পাবেন মুম্বইয়ের লোকাল ট্রেনের কয়েক লক্ষ যাত্রী। এসি লোকাল ট্রেন পরিষেবাকে প্রিমিয়াম বন্দে মেট্রোতে উন্নত করা হচ্ছে। অর্থাৎ, একপ্রকার অত্যাধুনিক এসি লোকাল ট্রেন হিসেবেই এগুলি চলানো হবে।

Most Popular