Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাবিষ্ণুপুরের শুট আউট কান্ডে, ফ্রেজারগঞ্জের মৌসুনি থেকে গ্রেপ্তার ৪

বিষ্ণুপুরের শুট আউট কান্ডে, ফ্রেজারগঞ্জের মৌসুনি থেকে গ্রেপ্তার ৪

বিশ্ব সমাচার, নামখানা : বিষ্ণুপুরে আইজুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হল। তাদের সঙ্গে আরও দু’জন ছিল। তারাও রেহাই পায়নি। সব মিলিয়ে ধরা পড়ল ৪ জন। রবিবার ভোরে এদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার মৌসুনি দ্বীপ থেকে ধরা হয়েছে।

বিষ্ণুপুরের শুট আউট কান্ডে, ফ্রেজারগঞ্জের মৌসুনি থেকে গ্রেপ্তার ৪

মূল অভিযুক্তরা হল মাহিরাউদ্দিন মোল্লা ওরোফে ভদু মোল্লা এবং সুকুর আলি। জানা গিয়েছে, এই দু’জনই আইজুদ্দিন মোল্লাকে গুলি করেছিল।পুলিস সূত্রে খবর, শনিবার রাতে মৌসুনিতে আসে ভদু। সেখানে আরও দু’জন ছিল। তারা আগেই এখানে চলে এসেছিল। এদের নামও এফআইআরে ছিল। সবাই মৌসুনির একটি টেন্টে ছিল।

বিষ্ণুপুরের শুট আউট কান্ডে, ফ্রেজারগঞ্জের মৌসুনি থেকে গ্রেপ্তার ৪

বিষ্ণুপুর থানার পুলিস সেই খবর জানতে পেরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধি সরকারের সঙ্গে যোগাযোগ করে। পরে পরিকল্পনা করে ভোর তিনটের দিকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এবং বিষ্ণুপুর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। একটি টেন্টে ওই চারজন ছিল।

বিষ্ণুপুরের শুট আউট কান্ডে, ফ্রেজারগঞ্জের মৌসুনি থেকে গ্রেপ্তার ৪

চারিদিক থেকে অভিযুক্তদের ঘিরে ফেলা হয়। বেগতিক বুঝতে পেরে ভদু সেখান থেকে পালিয়ে নদীর চর দিয়ে দৌড়াতে শুরু করে। তাকে ধাওয়া করেন এক পুলিস কর্মী ও সিভিক ভলান্টিয়ার। ৫০০ মিটার দৌড়ে শেষ পর্যন্ত মূল অভিযুক্তকে ধরে ফেলে পুলিস। বাকিরা আর পালাতে পারেনি।

বিষ্ণুপুরের শুট আউট কান্ডে, ফ্রেজারগঞ্জের মৌসুনি থেকে গ্রেপ্তার ৪

তারাও পুলিসের জালে ধরা পড়ে। ওই দ্বীপ থেকে প্রথমে স্থানীয় থানায় আনা হয় ধৃতদের। সেখানে এক প্রস্থ চলে জিজ্ঞাসাবাদ। পরে সকাল সাড়ে ১১টা নাগাদ তাদের নিয়ে বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দেয় পুলিস। সোমবার তাদের আদালতে তোলা হবে। নিজেদের মধ্যে বিবাদের জেরেই এই খুন বলে, পুলিশের প্রাথমিক অনুমান।

Most Popular