
হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার : দুষ্কৃতীদের হাত থেকে সন্তানকে রক্ষা করতে যেমন হাতে লাঠি নিতে হয়, তেমন আপনারা সংবিধানকে রক্ষা করতে হাতে লাঠি ঝাঁটা নিয়ে বুথে গিয়ে ভোট দেবেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি ভোট লুট করতে আসে বা কোন রকম বাঁধার সৃষ্টি করতে আসে, তাহলে লাঠি ঝাঁটা দিয়ে প্রতিরোধ করবেন।
রবিবার বিকেলে উস্থি থানার সংগ্রামপুরে সি পি আই এমের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে, এমনটাই বলেন সি পি আই এম নেতা তথা আইনজীবি বিকাশরজ্ঞন ভট্টাচার্য। কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে জন প্রতিরোধ গড়ে তুলতে উস্থি থানার সংগ্রামপুর বাজারে রবিবার জনসভার আয়োজন করেন মগরাহাট ১ নং ব্লক ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সি পি আই এমের নেতৃত্বরা।
সভার শুরু থেকে সি পি আই এম নেতৃত্বরা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রে বিজেপি সরকারকে দুর্নীতি ও দ্রব্য মূল্য সহ বিভিন্ন অভিযোগে কড়া ভাষায় আক্রমণ করেন। সভায় আসা সি পি আই এম কর্মীদের উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা সি পি আই এম সম্পাদক শমীক লাহিড়ী বলেন, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ছিলো, তারা কী এই তৃণমূল কংগ্রেসকে দেখতে চেয়েছিলো, তারা কী পার্থ আর তার বান্ধবীর বাড়িতে এত টাকা দেখতে চেয়েছিলো।
এই তৃণমূল কি খায় না, পাথর খায়, বালি খায়, আমফানের প্লাস্টিক খায় সব খায়। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে কোন পার্থক্য নেই, এদের গুদাম একটা, দোকান আলাদা। যেমন মুকুল দুটো ফুল নিয়ে বসে আছে। সিবিআই আসলে বড় ফুল দেখায় আর সি আই ডি আসলে ছোট ফুল দেখায়।সভা শেষে বক্তব্য রাখেন সি পি আই এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিন তিনি বলেন, যাদের এখন চাকরি করার কথা তারা এখন ধর্ণায় বসে আছে। তিনি আরও বলেন, এখানকার পুলিশ ও সিআইডিকে দিয়ে শিক্ষক নিয়োগ দূর্নীতির তদন্ত করলে সঠিক হবে না, কারণ এদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। তাই সিবিআই এবং ইডিকে দিয়ে তদন্ত করার নির্দেশ দিলো আদালত।
এবিষয়ে তিনি বলেন, স্কুলের শিক্ষক যদি ঠিক মতো পড়াতো তাহলে প্রাইভেট টিউশনের দরকার পড়তো না, ঠিক সেই রকম এরাজ্যের পুলিশ যদি ঠিক মতো কাজ করত তাহলে দিল্লির সিবিআই ও ইডিকে প্রয়োজন হতো না। এরাজ্যের পুলিশের যে কাজ সে কাজ করে না, এরা চোর ধরার বদলে চোরদের পাহারা দেয়।
ধর্ষকদের ধরার পরিবর্তে তাদের পাহারা দেয়। এদিন সভায় উপস্থিত ছিলেন, সিপিআইএমের মগরাহাট ১ নং ব্লক ও দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য সানোয়ার মোকামি, প্রতিকূর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা।