রবিবার ওয়াড়খেড়েতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখল পাঁচবারের চ্যাম্পিয়নরা। এবার গুজরাট বনাম আরসিবির ম্যাচের দিকে নজর মুম্বই ভক্তদের। সেই ম্যাচে বিরাট কোহলিরা হারলেই প্লে অফে জায়গা পাকা হয়ে যাবে রোহিতদের । ব্যাঙ্গালোর ও গুজরাটের ম্যাচ চলছে।
এদিন প্রথমে ব্যাট করা দুই ওপেনার বিভ্রান্ত শর্মা ও মায়াঙ্ক আগরওয়ালের দুর্দান্ত পার্টনারশিপে কার্যত ঝড়ের গতিতেই এগোতে থাকে হায়দরাবাদ।কিন্তু বিক্রান্তের উইকেটটি তুলে নিতেই একধাক্কায় নেমে যায় হায়দরাবাদের রান রেট। একাই চারটে উইকেট তুলে নেন আকাশ। ফলে ২০০ রানেই শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস।ঘরের মাটিতে সেই রান ২ ওভার বাকি থাকতেই তুলে ফেলল মুম্বই।
সৌজন্যে অধিনায়ক রোহিত শর্মার দুরন্ত হাফ সেঞ্চুরি এবং ক্যামেরন গ্রিনের অপরাজিত শতরান। ঈশান কিষান ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরার পর রোহিত-গ্রিন জুটিতেই জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় মুম্বই। সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ২৫ রানে। সবমিলিয়ে কার্যত একপেশে ম্যাচ জিতে প্লে অফে পৌঁছনোর রাস্তা চওড়া করে ফেলে মুম্বই।