
বান্টি মুখার্জী, ক্যানিং : একদিকে প্রচন্ড গরম আর অন্যদিকে রক্তের সংকট। রক্তের সংকটের সেই ঘাটতি মেটানোর উদ্যোগ গ্রহণ করলো ক্যানিং থানার পুলিশ প্রশাসন। রবিবার ক্যানিং থানায় আয়োজিত রক্তদান শিবিরে ৬৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান উৎসবের পাশাপাশি এদিন ক্যানিং এলাকার মাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় পুলিশের পক্ষ থেকে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, ক্যানিংয়ের মহকুমা শাসক প্রতীক সিং, ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক দিবাকর দাস, ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ, মাতলা ২ পঞ্চায়েত প্রধান উত্তম দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নাম জানাতে অনিচ্ছুক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, একদিকে রক্ত সংকট চলছে আর অপর দিকে চলছে বিশ্ব উষ্ণায়ণ। রক্তদান করার মধ্য দিয়ে যেমন সংকট মেটানো সম্ভব, তেমনই বিশ্ব উষ্ণায়ণ থেকে ধরিত্রীকে রক্ষা করতে প্রছুর গাছ রোপণ করা প্রয়োজন। সেই বার্তা দিতেই পুলিশের পক্ষ থেকে রক্তদান শিবিরের পাশাপাশি রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়েছে।