খবররাজ্য

প্রবল ঝড়বৃষ্টিতে মাঝপথে বিকল বন্দে ভারত, ভাঙল প্যান্টোগ্রাফ

সংবাদ সংস্থা : পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস শুরুর দ্বিতীয় দিনেই বিপত্তি। পুরী থেকে হাওড়া আসার সময়, মাঝপথে প্রবল ঝড়বৃষ্টিতে বিকল হয়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস।।সূত্রের খবর, রবিবার দুপুরে নির্দিষ্ট সময়েই পুরী থেকে রওনা দিয়েছিল এই ট্রেন।

জানা গিয়েছে, ভদ্রকের কাছে প্রবল ঝড় বৃষ্টির দাপটে ট্রেনের ওপর ভেঙে পড়ে গাছপালা। ট্রেনের প্যান্টোগ্রাফি ভেঙে পড়ে। ইঞ্জিনের কাচেও চিড় ধরে। মাঝ রাস্তায় গত কয়েকঘন্টা ধরেই থমকে রয়েছে এই ট্রেন। ইতিমধ্যে ট্রেনে থাকা যাত্রীরা সামাজিক মাধ্যমে পরিস্থিতির কথা জানিয়েছেন।

জানিয়েছেন সন্ধ্যে নেমেছে। মাঝরাস্তায় ট্রেন থমকে তাহলে আতঙ্ক বাড়ছে যাত্রীদের মধ্যে। সূত্রের খবর, অন্য ইঞ্জিন দিয়ে বন্দে ভারতকে হাওড়া আনার চেষ্টা চলছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!