স্টাফ রিপোর্টার: শীঘ্রই বাংলা পেতে চলেছে তৃতীয় বন্দে ভারত। আর সেই সঙ্গে উত্তর-পূর্ব ভারতে প্রথম চাকা গড়াবে এই ট্রেনের।কাটিহার নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জয় চিলওয়ারওয়ার জানিয়েছেন, নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মধ্যে শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে।সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন।
নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মধ্যে ৪১০ কিলোমিটার রাস্তা মাত্র ৬ ঘণ্টায় অতিক্রম করবে এই ট্রেন। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেনের যাত্রা শুরু হবে। আর অসমের গুয়াহাটিতে পৌঁছবে এই ট্রেন। এখন রাজ্যে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস পাওয়ার জন্য অপেক্ষা শুরু বঙ্গবাসীর।