
বিশ্ব সমাচার, ঢোলাহাট : রাজ্যে সীমাহীন দুর্নীতি, সাম্প্রদায়িকতা ও পুলিশি জুলুমের বিরুদ্ধে চোর লুটেরা দাঙ্গাবাজদের তাড়িয়ে জনগণের পঞ্চায়েত গড়ে তোলার দাবিতে সিপিআইএম দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ডাকে রবিবার বিকেলে ঢোলাহাটে বিক্ষোভ সমাবেশ হয়।
এই সভায় বক্তা ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দক্ষিণ ২৪ পরগনা সিপিএমের জেলা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী, রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গাঙ্গুলী, জেলা মহিলা সংগঠনের নেত্রী মোনালিসা সিনহা ও এসএফআই এর রাজ্য সভাপতি প্রতিকুর রহমান প্রমুখ।
রবিবার সমাবেশ চলাকালীন তাদের দাবি-দাওয়া নিয়ে ৮ জনের একটি প্রতিনিধিদল এদিন ঢোলাহাট থানায় ডেপুটেশন দেন। এদিনের সমাবেশের শেষে বহু তৃণমূল নেতা ও কর্মী সিপিআইএমে যোগদান করেন। তাদের হাতে একটি করে লাল গোলাপ তুলে দেওয়া হয়েছে সিপিআইএমের পক্ষ থেকে।