
সানওয়ার হোসেন, মথুরাপুর : মথুরাপুরের কাটানাদিঘীতে মাকে নিশৃংসভাবে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থমথমে গোটা এলাকা। এই ঘটনায় জাহানারা গাজী (৪৫) নামের এক মহিলা নিহত হয়েছেন। মৃতার ছেলে রফিকুল গাজীকে (১৮) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, রাতে রফিকুল মায়ের কাছে ভাত চায় খাওয়ার জন্য, ভাত দিতে দেরি হওয়ায় রাগে মাকে কুঠার দিয়ে পিছন দিক থেকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তখনই জাহানারা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে তার মেয়ে নাসিমা গাজী বাইরে বেরিয়ে এসে দেখে মা রক্তাক্ত অবস্থায় মাটিতে শুয়ে পড়ে রয়েছে।
এরপর জাহানারা বিবিকে প্রতিবেশীরা তড়িঘড়ি উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই মথুরাপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
মৃতার পরিবারের পক্ষ থেকে রফিকুলকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হয়েছে। রবিবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেয় পুলিশ। সেই সঙ্গে রফিকুলকে আদালতে তোলা হয়। তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো, মথুরাপুর থানার পুলিশ তার তদন্ত শুরু করেছে।