
বিশ্ব সমাচার ওয়েবডেস্ক: পরীক্ষার ৭৪ দিনের মাথায় প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় এই ফল প্রকাশিত করলেন।
এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ। যা আগের বছরের থেকে কম। এবছর মাধ্যমিকে প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ১১৮ জন। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। দেবদত্তা পেয়েছে ৬৯৭।(৯৯.৫৭%)।
দেবদাত্তা পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের ছাত্রী। এবছর মাধ্যমিকে পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি। এই জেলায় পাশের হার ৯৬.৮১%।