খবরজেলা

মাধ্যমিকে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর স্কুলের জয়জয়কার, প্রথম ১০ রয়েছে ১২ জন

বিশ্ব সমাচার ওয়েবডেস্ক: পরীক্ষার ৭৪ দিনের মাথায় প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় এই ফল প্রকাশিত করলেন। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ।

যা আগের বছরের থেকে কম। এবছর মাধ্যমিকে প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ১১৮ জন। এদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা রয়েছে ১৪ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়।

এই স্কুলের প্রথম দশে রয়েছে মোট ১২ জন। যার মধ্যে ৬৮৯ পেয়ে চতুর্থ হয়েছে অনিস বারুই। এছাড়া ৬৮৭ পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে অনিক বারুই, সতীর্থ পাল। ৬৮৬ পেয়ে ৭ম স্থানে রয়েছে অদৃজ গুপ্ত।

৬৮৫ পেয়ে অষ্টম স্থানে রয়েছ দেবজ্যোতি ভট্টাচার্য, শিভম মন্ডল।৬৮৪ পেয়ে নবম স্থানে রয়েছে আরিয়ান গোস্বামী, অর্কপ্রভো জানা।৬৮৩ তে দশম স্থানে রয়েছে শমিক মাহাতা, সার্বিক মন্ডল, রুদ্রনীল দাস, রাফিক রানা।

Related Articles

Back to top button
error: Content is protected !!