
স্টাফ রিপোর্টার: মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় শুক্রবার সকালে ফলাফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ফলপ্রকাশের পর দুপুরের দিকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন পর্ষদের সহকারী সচিব (পরীক্ষা)। সেখানে পরীক্ষার্থীরা কী ভাবে মাধ্যমিকের নম্বর যাচাই করতে পারবেন
এবং কী ভাবে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, তার নিয়মকানুনের কথা উল্লেখ করা হয়েছে।মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হওয়া কোনও পড়ুয়া যদি নম্বর যাচাই করতে চায়, তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে তাকে অনলাইনে আবেদন করতে হবে। অকৃতকার্য পড়ুয়ারা একই প্রক্রিয়ায় খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে।
কোন ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে হবে, তা জানিয়ে দিয়েছে পর্ষদ। আগামী ৩ জুন পর্যন্ত এই ওয়েবসাইটটি সক্রিয় থাকবে। তার মধ্যেই আবেদন জানাতে হবে পড়ুয়াদের।