খেলা
বাইরে থেকে কে কী বলল, তা নিয়ে ভাবি না : কোহলি

সংবাদ সংস্থা : সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অসাধারণ শতরান।আইপিএলে ষষ্ঠ সেঞ্চুরি করে ম্যাচ জিতেই হুঙ্কার ছাড়লেন কোহলি।তিনি দিলেন, ‘বাইরে থেকে কে কী বলল, তা নিয়ে মাথা ঘামাই না। অতীত নিয়ে ভাবি না। ইতিমধ্যেই অনেক চাপ ছিল আমার উপর।
কারণ অতীতে হায়দরাবাদের বিরুদ্ধে ভাল কিছু করতে পারিনি। তবে খেলার আগে হায়দরাবাদের স্মৃতিগুলো মাথায় রাখিনি। এই শতরানের জন্য নিজেকে খুব একটা কৃতিত্ব দিচ্ছি না।’ কোহলি আরও বলেন, ‘শেষ কয়েকটা ম্যাচে রান পাইনি।
নেটে যেভাবে খেলছিলাম, ম্যাচে তা হচ্ছিল না। তাই হায়দরাবাদ ম্যাচে ভাল কিছু করার জন্য মরিয়া ছিলাম। প্রথম বল থেকেই বোলারদের উপর কর্তৃত্ব করতে চেয়েছিলাম। হায়দরাবাদের বিরুদ্ধে লক্ষ্যটা বড় ছিল। শুরু থেকেই নিজের মতো খেলে গিয়েছি।’