খবররাজ্য

এগিয়ে এল আগামী বছরের মাধ্যমিক

এ বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরই আগামী বছরের পরীক্ষাসূচি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ।প্রকাশিত খবর অনুযায়ী আগামী বছর প্রথাত ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আর তা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছর ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল।

যা শেষ হয় ৪ মার্চ। তবে আগামী বছর অনেকটাই এগিয়ে আনা হয়েছে পরীক্ষার দিন।আগামী বছর লোকসভা ভোট রয়েছে। আর তা মারচ-এপ্রিল মাসে হওয়ার জোর সম্ভাবন রয়েছে। সব দিক ভেবেই এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। পর্ষদ সুত্রে খবর, ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা, তিন ফেব্রুয়াতি দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে, পাঁচ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা নেওয়া হবে।

এছাড়াও ৬ ফেব্রুয়ারি পরীক্ষা হবে ভূগোল, ৮ ফেব্রুয়ারি অঙ্ক পরীক্ষা নেওয়া হবে, ৯ ফেব্রুয়ারি হবে জীবন বিজ্ঞানের পরীক্ষা, ১০ ফেব্রুয়ারিতে ভৌত বিজ্ঞান, ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!