Thursday, April 18, 2024
spot_img
Homeরাজ্যডাকলে যাবো বলেও দ্বারস্থ ডিভিশন বেঞ্চে দ্বারস্থ অভিষেক

ডাকলে যাবো বলেও দ্বারস্থ ডিভিশন বেঞ্চে দ্বারস্থ অভিষেক

কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ।হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই অভিষেককে জেরা করতে পারবে।

ডাকলে যাবো বলেও দ্বারস্থ ডিভিশন বেঞ্চে দ্বারস্থ অভিষেক

এদিকে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন অভিষেক। শুক্রবারই এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।

ডাকলে যাবো বলেও দ্বারস্থ ডিভিশন বেঞ্চে দ্বারস্থ অভিষেক

এদিন আদালতের নির্দেশের পর অভিষেক বলেন, ‘যদি কেউ ভাবে ইডি-সিবিআই লাগিয়ে আমাকে ধমকাবে-চমকাবে। আমি ভারতের একমাত্র লোক যে সরাসরি টিভি পর্দার সামনে বলছি, আমার বিরুদ্ধে যদি কোনও প্রমাণ থাকে, আমাকে ফাঁসিতে তুলুন। ভারতের কোনও নেতা একথা বলতে পারবে না। আমি একই কথা কয়লাতে বলেছিলাম। আমি আবারও একই কথা বলছি।

ডাকলে যাবো বলেও দ্বারস্থ ডিভিশন বেঞ্চে দ্বারস্থ অভিষেক

কয়লা-গরু-এসএসসি-সারদা-নারদা, বা ভবিষ্যতেও যদি কোনও ইডি-সিবিআই তদন্তে আমার বিরুদ্ধে যোগসাজশ পাওয়া যায়, তাহলে আমাকে ফাঁসিতে তুলুন।যদি কেউ মনে করে এতে আমি ভীত-সন্ত্রস্ত হব বা নবজোয়ার যাত্রা থমকে যাবে। তাঁদের উদ্দেশে বলি নবজোয়ার যাত্রা থমকাবে না। এটা গণতন্ত্র। একনায়কতন্ত্র নয়। যদি কেউ মনে করে গায়ের জোর প্রয়োগ করে থমকে দেবে, সে মূর্খের স্বর্গে বাস করছে।’

Most Popular