স্টাফ রিপোর্টার: কাল মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। এদিন সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করবে মধ্যশিক্ষা পর্ষদ। ওই সাংবাদিক বৈঠক থেকেই মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। ফলঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
দুপুর ১২টা থেকে ওয়েবসাইট মারফত মাধ্যমিকের ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। যে সব ওয়েবসাইট থেকে ফল জানা যাবে সেগুলি হল, www.wbbse.wb.gov.in http://wbresults.nic.in www.exametc.com। এ ছাড়াও ফল জানা যাবে এগজ়ামইটিসি, ফাস্টাররেজাল্ট-এর মতো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। পরীক্ষার ৪ মাসের ব্যবধানে ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ।