খেলা

নাইট রাইডার্সের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি পরে খেলবে লখনউ

সংবাদ সংস্থা : শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি পরে খেলবে লখনউ সুপার জায়ান্টস। বৃহস্পতিবার আলিপুরে আরপিজির অফিসে সেই বিশেষ জার্সির উন্মোচন হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লখনউ সুপার জায়ান্টসের অন্তর্বর্তী অধিনায়ক ক্রুনাল পাণ্ডিয়া, নিকোলাস পুরান এবং শাশ্বত গোয়েঙ্কা।

আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছক্কা হাঁকালেন সঞ্জীব গোয়েঙ্কা। লখনউ সুপার জায়ান্টসের পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টসেরও কর্ণধার তিনি। এবার ফুটবল এবং ক্রিকেটের মেলবন্ধন ঘটালেন। শনিবার কেকেআরের বিরুদ্ধে নিজেদের চিরাচরিত জার্সি নয়, মোহনবাগানের জার্সির রঙে একটি বিশেষ জার্সি বানানো হয়েছে।

সেই সবুজ মেরুন জার্সি পরে খেলবে ক্রুনাল পাণ্ডিয়া অ্যান্ড কোম্পানি। জার্সির রং মেরুন। কাঁধের কাছে সবুজ মেরুন স্ট্রাইপ। মোহনবাগানের ঐতিহ্য এবং সংস্কৃতিকে সম্মান জানাতেই এই পদক্ষেপ সঞ্জীব গোয়েঙ্কার।‌

এই প্রসঙ্গে কলকাতার শিল্পপতির ছেলে শাশ্বত গোয়েঙ্কা বলেন, ‘ভারতীয় ফুটবলে মোহনবাগানের অবদানের কথা সবাই জানে। শতাব্দীপ্রাচীন ক্লাবকে শ্রদ্ধা এবং সম্মান জানাতে গ্রুপের শেষ ম্যাচে লখনউ সবুজ মেরুন জার্সি পরে খেলবে।’

Related Articles

Back to top button
error: Content is protected !!