Thursday, March 28, 2024
Homeজেলাকুলতলিতে তৃণমূল কর্মীর উপর হামলা, গ্রেফতার দুই সিপিএম কর্মী

কুলতলিতে তৃণমূল কর্মীর উপর হামলা, গ্রেফতার দুই সিপিএম কর্মী

রফিকুল ঢালী, কুলতলি: বাড়িতে সিপিএমের ঝান্ডা লাগাতে না দেওয়ায় তৃণমূল কর্মীর উপর হামলার ঘটনা ঘটল কুলতুলি বিধানসভা এলাকার চুপড়িঝাড়ায়৷ আক্রান্ত হয়েছেন তৃণমুল কর্মী খলিল জমাদার৷ মঙ্গলবার বিকেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ ওই রাতেই কুলতুলি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি৷ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে দুই সিপিএম কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷

কুলতলিতে তৃণমূল কর্মীর উপর হামলা, গ্রেফতার দুই সিপিএম কর্মী

ধৃতেরা হল রহিম আলি শেখ ও জিয়াদ লস্কর৷ তাদের বিরুদ্ধে ৩০৭ অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে৷ আক্রান্ত তৃণমূল কর্মী খলিল জমাদারের অভিযোগ, তাঁর বাড়িতে সিপিএমের দলীয় পতাকা লাগাতে গিয়েছিল কর্মীরা৷ তিনি বাধা দেন৷ ঘটনার পর তারা চলে যায়৷ খলিল জমাদার পেশায় একজন টোটোচালক৷

কুলতলিতে তৃণমূল কর্মীর উপর হামলা, গ্রেফতার দুই সিপিএম কর্মী

মঙ্গলবার বিকেলে টোটো নিয়ে তিনি চুপড়িঝাড়া এলাকায় স্ট্যান্ডে গেলে তাঁকে মারধর করা হয় ৷ তাঁর অভিযোগ, বাড়িতে পতাকা লাগাতে না দেওয়ায় ও তৃণমূলের সিম্বল দেওয়া গেঞ্জি পরে রাস্তায় বের হওয়ায় তাঁকে মারধর করা হয়েছে ৷ তাঁর মাথাও ফেটে গিয়েছে৷ এই ঘটনায় তৃণমূলের চুপড়িঝাড়া অঞ্চল কমিটির অন্যতম সদস্য সুজাউদ্দিল লস্কর অভিযোগ করেন, এলাকায় অশান্তি তৈরি করতে চাইছে সিপিএম৷

কুলতলিতে তৃণমূল কর্মীর উপর হামলা, গ্রেফতার দুই সিপিএম কর্মী

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সিপিএমের কুলতুলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ঢল পাল্টা অভিযোগ করে বলেন, মিথ্যা মামলায় তাঁদের দলীয় কর্মীদের ফাঁসানো হচ্ছে৷ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা বলে তাঁর অভিযোগ ৷

Most Popular