স্টাফ রিপোর্টার: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এর পালটা হিসেবে নারায়ণ ভাণ্ডারের ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।হুগলির পাণ্ডুয়ার খন্যানে যুব মোর্চার এক সম্মেলনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। মোর্চার সম্মেলনে সুকান্ত বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী ৫০০ টাকা ঘুষ দিয়ে আমাদের বাড়ির মহিলাদেরকে ভাবছে যে তাঁরা কিনে নিয়েছেন।”
এরপরই তিনি জানান, বিজেপি ২০০০ টাকা দেওয়ার বন্দোবস্ত করবে এবং তার সঙ্গে কর্মসংস্থানও করবে।এরপরই সুকান্ত বলেন, “গ্রামের মানুষকে তৃণমূল বুঝিয়ে রেখেছে যে বিজে এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। পাঁচশো টাকা যদি লক্ষ্মীর ভাণ্ডার হয় তাহলে বিজেপি এলে দু’হাজার টাকা দেবে যেটা নারায়ণ ভাণ্ডার। সেটা চালু হবে।”
গেরুয়া শিবির ক্ষমতায় এলে লক্ষ্মীর পাশাপাশি নারায়ণও টাকা পাবে বলে আশ্বাস দেন বিজেপির রাজ্য সভাপতি।তবে এর পালটা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, “সুকান্ত মজুমদার বিজেপির একটা ট্রেনি সভাপতি। ওর উচিত হাফপ্যান্ট পরে ঘোরাফেরা করা। একটা ম্যাচিউরিটি আসেনি।
এই যে প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার চালু হল তখন তো ওরা বিরোধিতা করল। দেওয়া যায় না, কেন দেওয়া যাবে, দান খয়রাতির মতো কথা। তারপর দেখছে, ওমা অন্যান্য রাজ্য সবাই তো এগুলোকে নকল করছে! অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম সুপারহিট। বাংলার মা বোনেরা গ্রহণ করল। এখন বলছে ২ হাজার টাকা।
যারা বলছিল এক পয়সা দেওয়া উচিত নয়। ওই ঠ্যালায় পড়লে বিড়াল গাছে ওঠে গোছের, এখন বলছে দু’হাজার টাকা। আরে কেন্দ্রের টাকাগুলো আগে দে ভাই তারপর কথা হবে।”