স্টাফ রিপোর্টার: শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, ফ্ল্যাট কিনে টাকা লুকিয়ে রেখেছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সভাপতি শান্তিপ্রসাদ সিনহাও। বুধবার বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করে একথা জানাল সিবিআই।এদিন শান্তিপ্রসাদসহ ৬ জনের বিরুদ্ধে অতিরিক্ত চার্জ শিট পেশ করে সিবিআই।
সেখানেই শান্তিপ্রসাদের বেনামি ফ্ল্যাট থেকে কী কী উদ্ধার হয়েছে তার তালিকা পেশ করেছে সিবিআই। একাদশ – দ্বাদশের চার্জ শিটে সিবিআই জানিয়েছে, কলকাতার সার্ভে পার্কে নিজের ফ্ল্যাটের উলটো দিকের আবাসনে ৫০ লক্ষ টাকা খরচ করে স্ত্রীর বান্ধবীর নামে ফ্ল্যাট কিনেছিলেন শান্তিপ্রসাদ সিনহা।
গত মার্চে সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা নগদ ও দেড় কিলোগ্রাম সোনা উদ্ধার করেছেন তদন্তকারীরা।পাওয়া গিয়েছিল দেড় হাজার নামের একটি তালিকাও।এদিন চার্জশিটে সিবিআই আরও উল্লেখ করেছে যে, এসপি সিনহার স্ত্রী এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে অংশীদারিত্বে বিউটি পার্লারের ব্যবসা করে। সেখানেও নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগ হয়েছে।
এদিন এসপি সিনহার জামিনের আবেদন করে তাঁর আইনজীবী বলেন, হাইকোর্ট যখন দ্রুত তদন্ত শেষ করতে বলছে তখন একের পর এক অতিরিক্ত চার্জশিট দিয়ে চলেছে সিবিআই। এভাবে কতদিন ধরে তদন্ত চলবে? আর ততদিন কি আমার মক্কেল জেলেই থাকবেন?পালটা সিবিআইয়ের আইনজীবী বলেন, ২০১২ সাল থেকে দুর্নীতি চলছে।
১০ বছর ধরে একাধিক প্রভাবশালী সরাসরি দুর্নীতিতে যুক্ত। তদন্ত যত এগোচ্ছে নতুন নতুন তথ্য হাতে আসছে। তাছাড়া অভিযুক্তরা তদন্তে সে ভাবে সহযোগিতা করছেন না। যার ফলে তদন্ত করতে সময় লাগছে।দুপক্ষের বক্তব্য শুনে এসপি সিনহার জামিনের আবেদন খারিজ করে ৩১ মে পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।