খবরদেশ

৪ জুন বর্ষা ঢুকছে কেরলে, জানাল হাওয়া অফিস

সংবাদ সংস্থা : মে মাসের মাঝামাঝি সময়েই বর্ষার আগমন নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস।আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছরে নির্ধারিত সময়ের থেকে ৪ দিন দেরিতে বর্ষার আগমন হবে কেরলে। সাধারণত পয়লা জুন কেরলে বর্ষা ঢোকে। চলতি বছরে ৪ জুন ঢুকবে বর্ষা।

পরিসংখ্যান বলছে, গত বছর ও ২০১৮ সালে নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষা ঢুকেছিল। তার আগে দু-বছর নির্ধারিত সময়ের আশপাশেই কেরলে বর্ষা ঢুকেছে। ২০১৯ সালে বর্ষা ঢুকতে অনেকটা দেরি হয়েছিল। অন্যদিকে সাধারণত বঙ্গে বর্ষা ঢোকে ১০ জুন। কেরলে বর্ষা দেরিতে ঢুকলে, বাংলাতেও কি দেরির আশঙ্কা রয়েছে?

যদিও কেরল ছাড়া অন্যান্য রাজ্যে বর্ষার আগমন নিয়ে কিছু জানায়নি মৌসম ভবন। তবে তথ্য অনুযায়ী, কেরল হয়েই বাংলায় ঢোকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে বাংলাতেও নির্ধারিত সময়ের চেয়ে আরও কয়েকদিন দেরি হওয়ার আশঙ্কা রয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!