খবরজেলা

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কি প্রার্থী হবেন নাওশাদ সিদ্দিকী, মত চাইলেন মানুষের

হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: আগামী লোকসভা নির্বাচনের আগে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করব যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে কাউকে কিংবা আমাকে আইএসএফ দলের পক্ষ থেকে প্রার্থী করা যায় কি না। যদি আমাকে দল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে, তাহলে আপনারা কী বলেন?

মঙ্গলবার বিকালে ডায়মন্ড হারবার স্টেশন সংলগ্ন ১১৭ নং জাতীয় সড়কের উপর আইএসএফের দলীয় কর্মিসভায় বক্তব্য রাখার সময় এমনটাই মন্তব্য করেন ভাঙড়ের বিধায়ক নাওশাদ সিদ্দিকী।আইএসএফের কর্মিসভাকে সফল করতে গত কয়েকদিন ধরে দলের পক্ষ থেকে ডায়মন্ড হারবার বিধানসভা সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান হয়েছে। মঙ্গলবার বিকালে ডায়মন্ড হারবার স্টেশন সংলগ্ন ১১৭ নং জাতীয় সড়কের উপর সভা করে আইএসএফ।

সভা শুরুর বেশ কিছুক্ষণ পর থেকে ডায়মন্ড হারবার শহর জুড়ে যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়ে পথচলতি মানুষ। সভার শুরু থেকে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ করেন আইএসএফ নেতারা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধয়ের নব জোয়ার যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ করেন তাঁরা।

সভায় বক্তব্য রাখার সময় ভাঙড়ের বিধায়ক নাওশাদ সিদ্দিকী বলেন, আপনারা আমাদের সহযোগিতা করুন। ২০১৮ সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোথাও পঞ্চায়েত নির্বাচন হতে দেয়নি তৃণমূল। এবার ২০২৩ সালে কীভাবে পঞ্চায়েত নির্বাচনে আটকায়, তা দেখে নেব। গতকাল আরাবুল ইসলাম ভাঙড় থেকে নাওশাদ সিদ্দিকীকে যেভাবে হুমকি দেন, তা জেলা পুলিশ সুপারকে তিনি জানাবেন সাংবাদিকদের জানান।

সেই সঙ্গে তিনি বলেন, ওদের যুবরাজ নাকি বলছেন বিরোধীদের কোনও ভাবে আক্রমণ করা যাবে না। কিন্তু আরাবুলরা যেভাবে কুরুচিশীল মন্তব্য করছেন, তাতে ওঁদের দল কী সিদ্ধান্ত নেয় দেখি। তারপর দলীয় ভাবে আলোচনা করে পথে নামব। এদিন এগরাতে বাজি কারখানায় বিস্ফরণের ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।

Related Articles

Back to top button
error: Content is protected !!