
স্টাফ রিপোর্টার: আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ফের মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায় মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।হরিশ মুখার্জি রোডে হ্যারিকেন মিছিল করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। সোমবার সেই মিছিল করায় সবুজ সংকেত দিল উচ্চ আদালত। চাকরির দাবিতে ১৭ মে সন্ধে ৬টায় শহিদ মিনার থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করতে চেয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।
সেই পুলিশের তরফে অনুমতি মেলেনি। ফলে মিছিলের অনুমতি পেতে কলকাতা হাই কোর্টে মামলা করেন তাঁরা। সেই মামলার শুনানিতে হাইকোর্ট জানিয়ে দিল, শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে পারবেন চাকরিপ্রার্থীরা। বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, ১৭ মে সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত মিছিল করতে পারবেন আবেদনকারীরা।
শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট থানার সামনে পর্যন্ত মিছিল যাবে। মিছিলের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শৃঙ্খলা মেনে চলতে নির্দেশ দিয়েছেন আবেদনকারীদেরও। তবে এক্ষেত্রে কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফে।
বিচারপতি মান্থার নির্দেশ, মিছিলে অংশগ্রহণকারীদের ওই রাস্তার ৮০ শতাংশ ছেড়ে মিছিল নিয়ে এগোতে হবে যাতে গাড়ি যাওয়ার সমস্যা না হয়। দু’টি লাইনে ভাগ করে মিছিল নিয়ে যেতে হবে। পাশাপাশি মিছিল থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না।