খবররাজ্য

বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

স্টাফ রিপোর্টার: বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী ২২ মে বাংলায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেদিন কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রোজগার মেলায় হাজির থাকতে পারেন তিনি। বিজেপি সূত্রে খবর, রোজগার মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিতে কলকাতায় আসতে চলেছেন।

এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। রাজ্যে এখন সামনে পঞ্চায়েত নির্বাচন। তারপর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই বাংলা থেকে ৩৫টি আসন জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ।

এই পরিস্থিতিতে দল কোন স্ট্র্যাটেজিতে এগোবে তা নিয়ে বৈঠক হতে পারে। রাজ্য নেতৃত্ব এই সুযোগে বাংলার আইনশৃঙ্খলা থেকে শুরু করে নানা ক্ষেত্রে দুর্নীতির কথা তুলে ধরবেন। স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে এসব কথা তুলে ধরে পদক্ষেপ করার কথা জানাবেন।

যদিও এখনও প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে কোনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তবে বাংলা সফরে এলে একমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কিনা এমন কোনও তথ্য মেলেনি।

Related Articles

Back to top button
error: Content is protected !!