
স্টাফ রিপোর্টার: নিয়োগ দুর্নীতি কাণ্ডে লিঙ্কম্যান হিসেবে অভিযুক্ত প্রসন্ন রায়ের বাড়ি থেকে মিলেছিল বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের বাড়ির দলিল সংক্রান্ত নথি। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। নিয়োগ দুর্নীতির মামলায় যখন শাসক দলের একাধিক ছোট-বড়-মাঝারি মাপের নেতাদের নাম জড়িয়েছে, তখন তৃণমূল শিবির থেকে এই দলিলের নথিকে পাল্টা হাতিয়ার করা হয়েছে।
প্রশ্ন তোলা হয়েছে, কেন দিলীপের বাড়ির দলিল নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রসন্নর বাড়িতে? এবার সেই রহস্যের জট কাটালেন এবার প্রসন্ন নিজেই। তাঁর দাবি, ওই দলিলটি আসল নয়। যেটি পাওয়া গিয়েছে সেটি সার্টিফায়েড কপি।জেল হেফাজত শেষে সোমবার প্রসন্ন রায়কে আলিপুর আদালতে তোলা হয়।
সেই সময় দিলীপ ঘোষের জমির দলিল প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাঁকে। সে প্রসঙ্গে প্রসন্ন জানান, তাঁর বাড়ি উদ্ধার হওয়ায় দলিলটি আসল নয়। সার্টিফায়েড কপি। জমির মিউটেশন সংক্রান্ত কাজের জন্য দলিল নিয়েছিলেন। দিলীপ ঘোষের সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়নি তাঁর।
প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ মিডলম্যানের দাবিতে স্বাভাবিকভাবেই স্বস্তিতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। যদিও এখনও দিলীপ ঘোষকে জেরার দাবিতে সরব তৃণমূল।