খবররাজ্য

আচমকা ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড দক্ষিণবঙ্গ

স্টাফ রিপোর্টার: সোমবার বিকেলের আচমকা ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড কলকাতা সহ দক্ষিণবঙ্গ। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। সন্ধ্যার মুখেই দেখা গেল ঝড়ের দাপট। সেই সঙ্গে কোনও কোনও জেলায় নামল মুষলধারে বৃষ্টিও।

সোমবার বিকেল গড়াতেই কলকাতা-সহ হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আকাশ কালো হয়ে যায় মেঘে।নামে ঝড়বৃষ্টি।দু’ঘণ্টারও বেশি সময়ের জন্য ব্যাহত হয় হাওড়া মেন শাখার ট্রেন চলাচল।

অন্যদিকে ওভারহেডের তার বিচ্ছিন্ন হয়ে পড়ায় শিয়ালদহ দক্ষিণ শাখার রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পূর্ব বর্ধমানের ভাতার বাজারে রোড শো শেষ করে মঙ্গলকোটের নতুনহাটের সভাস্থলে যাচ্ছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পথে তাঁর কনভয় আটকে পড়ে। রাস্তার ধারে গাছও ভেঙে যায়।আবহাওয়া দফতর জানিয়েছিল, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related Articles

Back to top button
error: Content is protected !!