খেলা

সিএসকের পোস্ট ঘিরে ধোনির অবসরের জল্পনা

সংবাদ সংস্থা : আগামী বছর ধোনি আইপিএল খেলবেন কিনা, এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, এ বারের আইপিএলের পরই অবসর ঘোষণা করতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তার উপর চেন্নাই প্লে-অফে উঠতে না পারলে রবিবারই শেষ বার চেন্নাইয়ের ক্রিকেটপ্রেমীদের সামনে খেলবেন ধোনি।

তাই ধোনির জন্য করা হয়েছে বিশেষ আয়োজন।খেলা শেষ হওয়ার পর পাশে থাকার জন্য চেন্নাই সমর্থকদের ধন্যবাদ জানাবেন ধোনি। জানা গিয়েছে, সতীর্থদের নিয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামের মাঠ প্রদক্ষিণ করবেন চেন্নাই অধিনায়ক। রবিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

তাতে লেখা হয়, ‘‘খেলা শেষ হওয়ার পর পুরস্কার বিতরণ হয়ে গেলেও আসন ছাড়বেন না। আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই।’’ আর একটি পোস্টে চেন্নাইয়ের হয়ে বার্তা দিয়েছেন অজিঙ্ক রাহানে। তিনি বলেছেন, ‘‘সমর্থকদের জন্য একটা বিশেষ রাত অপেক্ষা করছে।’’

Related Articles

Back to top button
error: Content is protected !!