
স্টাফ রিপোর্টার: ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভিন্রাজ্যের দুই শ্রমিকের মৃত্যুতে তুলকালাম বাধল বীরভূমের সদাইপুরে।স্থানীয় সূত্রে খবর, গাড়িতে করে মেশিন নিয়ে ধান কাটতে যাচ্ছিলেন দু’জন কৃষক। কোনওভাবে পথে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার লেগে যায় মেশিনে।
আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান দু’জন। এই গাড়িটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। একসঙ্গে দু’জন কৃষক মারা যাওয়ার ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে খবর, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিবার সকালে মৃত্যু হয় উত্তরপ্রদেশের মথুরা জেলার ওই দু’ভাইয়ের। তাঁদের মৃত্যুর খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে পুলিশকর্মীরা পৌঁছলে তাঁদের হাতে দেহ তুলে দিতে অস্বীকার করে ক্ষিপ্ত জনতা।
এমনকি, দেহ দু’টি আটকে রাখে পুলিশকে তাড়া করেন গ্রামবাসীরা। বেশ কয়েক ঘণ্টা পরে অবশ্য দেহ দু’টি পুলিশের হাতে তুলে দেন তাঁরা। দুপুরের দিকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, অনেক দিন ধরেই ওই জায়গায় ঝুলে রয়েছে এমন হাইভোল্টেজ তার।
এই খোলা তার নিয়ে একাধিকবার গ্রামবাসীরা বিদ্যুৎ দফতরে অভিযোগ দায়ের করলেও তাতে কেউ কর্ণপাত করেনি। আর এবার বিদ্যুৎপৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হওয়ায় তেতে ওঠে গ্রামবাংলা। এখানে পুলিশ পৌঁছলে সেই ক্ষোভ গিয়ে পড়ে তাঁদের উপর।
বিদ্যুৎ দফতর না এলে দেহ ছাড়া হবে না বলে জানিয়ে দেয় গ্রামের মানুষজন। তখন পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ তাড়া খেয়ে ফিরে যায়। পরে বিশাল বাহিনী নিয়ে ফিরে আসে সদাইপুর থানার পুলিশ। তখন দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।