খবরদেশরাজ্য

আইএসসিই দশম ও দ্বাদশে দেশে প্রথম বাংলার পড়ুয়ারা

স্টাফ রিপোর্টার: প্রকাশিত হল আইসিএসই দশম এবং আইএসসি দ্বাদশ শ্রেণির ফলাফল।রবিবার দুপুর ৩টে নাগাদ আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।চলতি বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হয়েছিল দশম এবং দ্বাদশের পরীক্ষা। ৪ মাসের ব্যবধানে প্রকাশিত হল ফলাফল।

আইসিএসই বোর্ডের এই পরীক্ষায় পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জয়জয়কার। আইসিএসই এবং আইএসসি দুই শ্রেণির পরীক্ষাতেই প্রথম স্থানাধিকারী রয়েছেন আমাদের রাজ্য থেকে।দুই শ্রেণির পরীক্ষাতেই ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৮.০১ শতাংশ ও ছেলেদের পাশের হার ৯৫.৯৬ শতাংশ। দশম শ্রেণির পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৯.২১ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৮.৭১ শতাংশ।

এবার আইসিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণ করেছিল আড়াই লক্ষেরও বেশি ছাত্র-ছাত্রী।দশমের পরীক্ষায় প্রথম ন’জন প্রথম স্থান অধিকারী হয়েছে। সেই তালিকায় আছে বাংলার ছেলে সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্সের স্কুলের ছাত্র সে।মেধাতালিকায় প্রথম তিনে এ রাজ্য থেকে রয়েছে ২২ জন।

আইএসসি পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে এ রাজ্য থেকে রয়েছেন দু’জন।জলপাইগুড়ি জেলার ভক্তিনগর সেন্ট জোসেফ স্কুলের ছাত্র শুভম কুমার আগরওয়াল প্রথম হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ।

শুভমের পাশাপাশি কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী ময়না গুপ্তাও দেশে প্রথম হয়েছেন।দ্বিতীয় স্থানে রাজ্য থেকে রয়েছেন মোট ৬ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ। দ্বাদশ শ্রেণির মেধা তালিকায় প্রথম তিনে এ রাজ্য থেকে রয়েছেন ১৮ জন।

Related Articles

Check Also
Close
Back to top button
error: Content is protected !!