লখনউ-এর জয়ে জমে উঠল প্লে-অফ, আশা শেষ হায়দরাবাদের

সংবাদ সংস্থা : আইপিএলের লড়াইয়ে টিকে থাকতে হলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততেই হত সানরাইজার্স হায়দরাবাদকে। কিন্তু নিজেদের মাঠে প্রথমে ব্যাট করেও ২ পয়েন্ট ঘরে তুলতে পারলেন না এডেন মার্করামরা। ক্রুণাল পাণ্ড্যদের কাছে ৭ উইকেটে হেরে প্রতিযোগিতার প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে গেল হায়দরাবাদের।লখনউয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান তুলে সানরাইজার্স হায়দরাবাদ।
তেমন বড় রান কেউ না পেলেও ক্রুণাল পাণ্ড্যদের বিরুদ্ধে লড়াই করার মতো জায়গায় দলকে পৌঁছে দেয় হেনরিখ ক্লাসেন এবং আবদুল সামাদের আগ্রাসী ইনিংস।ক্লাসেন ২৯ বলে ৪৭ রান করেন। ২৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন সামাদ।লখনউয়ের সফলতম বোলার অধিনায়ক ক্রুণাল। তিনি ২৪ রানে ২ উইকেট নিলেন।জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে জবাবে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে শুরু করেন লখনউয়ের ব্যাটাররা।
বেমানান শুধু ওপেনার কাইল মেয়ার্স। তিনি ১৪ বল খেলে ২ রান করলেন শনিবার। ২২ গজের অন্য প্রান্তে সাবলীল ভাবেই ব্যাটিং করলেন কুইন্টন ডিকক, পেরাক মাঁকড়, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরানরা। লখনউয়ের ইনিংসের ভিত শক্ত করে পেরাকের ব্যাট। তিন নম্বরে ব্যাট করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।পেরাক শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৫ বলে ৬৪ রানের ইনিংস খেলে।
চার নম্বরে নামা স্টোইনিসের অবদান ২৫ বলে ৪০ রান। পাঁচ নম্বরে পেরাকের সঙ্গে জুটি বেধে নেমে দলকে জয়ের দরজায় পৌঁছে দিলেন পুরান। পুরান অপরাজিত থাকেন ১৩ বলে ৪৪ রান করে। তাঁদের দাপটে ৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান লখনউ। ৩ উইকেটে ১৮৫ রান করলেন তাঁরা।
মেগা টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই জমজমাট হচ্ছে প্লে-অফের লড়াই। শনিবার সেই লড়াই আরও খানিকটা জমিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে প্রথম চারে উঠে এল লখনউ।অন্যদিকে লড়াই থেকে কার্যত ছিটকে গেল হায়দরাবাদ।