
বিজেপিকে সরিয়ে কর্নাটকের তখত কার্যত নিজেদের দখলে নিয়ে নিয়েছে কংগ্রেস। এদিকে কর্নাটকে কংগ্রেসের জয়ের পর উচ্ছ্বসিত বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। তাঁর দাবি, বিজেপিকে রুখতে গেলে কংগ্রেসই একমাত্র বিকল্প। সেই সঙ্গে আরও সুর চড়িয়ে প্রদেশ সভাপতি বলেছেন, ‘আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল বাষ্পীভূত হয়ে যাবে।’
তবে অধীরের এই মন্তব্য মোটেই ভালভাবে দেখছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।অধীর চৌধুরীর এদিনের মন্তব্যের পর অভিষেক বলেছেন, ‘নিজেদের রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি কেউ মানুষের কথা না বলেন, তাহলে তাঁর রাজনীতিতে থাকা উচিত নয়।
অধীর চৌধুরী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, তাহলে অধীর চৌধুরী বিজেপির হাতই শক্তিশালী করছেন। কংগ্রেসের সঙ্গে সিপিএম জোট করে কার হাত শক্তিশালী করেছে? কার সুবিধা হয়েছে?’ একইসঙ্গে অভিষেকের বক্তব্য, ‘যদি তারা মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সমর্থন করতে আরও পাঁচ-দশটা আসন হলেও বাড়ত।
লোকসান তো আখেড়ে বিজেপির হত। কিন্তু যদি কেউ তৃণমূলকে আক্রমণ করে বিজেপির লাভ করে দিতে চান, তাহলে ধরে নিতে হবে তিনি বিজেপির হাত শক্তিশালী করছেন।’