বিশ্ব সমাচার, বারুইপুর: ঘুটিয়ারিশরিফ থেকে বাড়ি ফেরার পথে মাটিবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। মৃত ব্যক্তির নাম গোপাল তরফদার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার সাউথ গড়িয়া এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার উত্তরভাগপুরীতে। স্থানীয় মানুষজন আহত গোপালবাবুকে বারুইপুর মহকুমা হাসপাতালে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বাড়ছে মাটিভর্তি গাড়ির দাপট।
দিনে রাতে মাটির গাড়ি চলছে বেআইনিভাবে। দ্রুত গতিতে গ্রামের রাস্তা দিয়ে মাটিবোঝাই গাড়ি চলাচল করে। দিনের মধ্যে একাধিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, প্রতিটি মাটিবোঝাই গাড়ি চলার পিছনে শাসক দলের দাদাদের হাত থাকে। ফলে প্রতিবাদ করলেও কোনও লাভ হয় না।
আমরা চাই এলাকায় মাটি নিয়ে গাড়ি চলাচল বন্ধ হোক।পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেলেই পুলিশ অভিযান চালিয়ে মাটির গাড়ি বাজেয়াপ্ত করে। নির্দিষ্ট মামলা রজু করা হয়। পুলিশ সূত্রে খবর, গোপালবাবুর দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।