Thursday, March 28, 2024
HomeUncategorizedযশস্বীর শতরান আটকাতে ওয়াইড বল, সমালোচিত সুয়শ

যশস্বীর শতরান আটকাতে ওয়াইড বল, সমালোচিত সুয়শ

সমালোচনার মুখে সুয়শ শর্মা। যশস্বী জয়েসওয়ালের শতরান আটকাতে ওয়াইড বল দেন নাইট স্পিনার। যা মোটেই ভালভাবে নেয়নি অনেকেই। ১৩তম ওভারে বল করতে আসেন সুয়শ।‌ তার আগে জয়ের জন্য ১০ রান দরকার ছিল। কেকেআরের স্পিনার ৭ রান দেন। কিন্তু শেষ বল ইচ্ছাকৃতভাবে ওয়াইড করেন। যাতে শতরান করার সুযোগ না পান যশস্বী।

যশস্বীর শতরান আটকাতে ওয়াইড বল, সমালোচিত সুয়শ

কারণ তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। আর ৯৪ রানে ছিলেন রাজস্থানের বাঁ হাতি ওপেনার। সঞ্জু কোনওক্রমে বলটা ওয়াইড হওয়ার থেকে বাঁচান। তখন ৪৮ রানে ব্যাট করছিলেন রাজস্থানের নেতা। ইচ্ছে করলে নিজের অর্ধশতরান পূর্ণ করতে পারতেন। কিন্তু যশস্বীর জন্য আত্মত্যাগ করেন।

যশস্বীর শতরান আটকাতে ওয়াইড বল, সমালোচিত সুয়শ

উল্টে দু’হাত তুলে তাঁকে পরের বলে ছয় মারার ইঙ্গিত দেন। যদিও তাতে লাভ হয়নি। পরের ওভারের প্রথম বলে ছয়ের বদলে চার মেরে দলকে জয়ের রানে পৌঁছে দেন যশস্বী। নিজে ৯৮ রানে অপরাজিত থাকেন। তবে নাইট স্পিনারের এই মনোভাবের তিরষ্কার করেন আকাশ চোপড়া।

যশস্বীর শতরান আটকাতে ওয়াইড বল, সমালোচিত সুয়শ

তিনি টুইট করে বলেন, ‘যশস্বীকে ১০০ করতে না দেওয়ার চেষ্টায় ওয়াইড বল করা হয়েছিল। আমার মতে এটা খুবই খারাপ মানসিকতা। ভাবুন যদি বিরাট কোহলির বিরুদ্ধে পাকিস্তানের কোনও বোলার করত।যারা এখন সুয়শের পাশে দাঁড়াচ্ছেন, তখন কিন্তু তাঁরাই ট্রোল করতেন।’

Most Popular