
বিশ্ব সমাচার, বাসন্তী: ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা প্রদর্শনে রাজ্য সরকার নিষেধাঞ্জা জারি করেছে। তারই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন ভারতীয় জনতা যুব মোর্চার জয়নগর সাংগঠনিক জেলার বাসন্তী ১ নম্বর মণ্ডল।
শুক্রবার বাসন্তী-ঝড়খালি রুটের শিবদাসী স্কুলমোড়ে তারা পথ অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পথ অবরোধ ও বিক্ষোভের জেরে প্রায় ত্রিশ মিনিট যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এদিন অবরোধ-বিক্ষোভে নেতৃত্ব দেন যুব মোর্চার জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন সরদার। উপস্থিত ছিলেন বাসন্তী ১ নম্বর মণ্ডল নেতা শান্তিগোপাল মণ্ডল সহ অন্যরা।
যুব মোর্চার জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন সরদার বলেন, পশ্চিমবঙ্গের মা-বোনেদের সচেতন করতে রাজ্যের প্রতিটি সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শন করতে হবে। আর তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য থাকব।