খবরজেলা

রাজ্যে ’দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ, পথে নেমে বিক্ষোভ বিজেপির

বিশ্ব সমাচার, বাসন্তী: ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা প্রদর্শনে রাজ্য সরকার নিষেধাঞ্জা জারি করেছে। তারই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন ভারতীয় জনতা যুব মোর্চার জয়নগর সাংগঠনিক জেলার বাসন্তী ১ নম্বর মণ্ডল।

শুক্রবার বাসন্তী-ঝড়খালি রুটের শিবদাসী স্কুলমোড়ে তারা পথ অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পথ অবরোধ ও বিক্ষোভের জেরে প্রায় ত্রিশ মিনিট যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এদিন অবরোধ-বিক্ষোভে নেতৃত্ব দেন যুব মোর্চার জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন সরদার। উপস্থিত ছিলেন বাসন্তী ১ নম্বর মণ্ডল নেতা শান্তিগোপাল মণ্ডল সহ অন্যরা।

যুব মোর্চার জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন সরদার বলেন, পশ্চিমবঙ্গের মা-বোনেদের সচেতন করতে রাজ্যের প্রতিটি সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শন করতে হবে। আর তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য থাকব।

Related Articles

Back to top button
error: Content is protected !!