বান্টি মুখার্জি, গোসাবা: মোকা ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক প্রশাসন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ ও মায়ানমার সীমানায় ঘূর্ণিঝড় আছড়ে পড়া পারেন জানা গেলেও কোনও ঝুঁকি নিতে নারাজ রাজ্য প্রশাসন। সুন্দরবনের মূলত দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত গোসাবা এলাকায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল। নদীবেষ্টিত গোসাবা এলাকায় ৯টি দ্বীপে ১৪টি গ্রাম পঞ্চায়েত।
আয়লা, ফণি, আম্ফান, ইয়াসের মতো একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধ্বস্ত হয়েছে এখানকার জনপদ। সেই কারণেই মোকা ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দল। প্রয়োজনে বিপর্যস্ত মানুষকে উদ্ধার করার কাজে হাত লাগাবে এনডিআরএফ টিম। ২৫ জনের একটি এনডিআরএফ দল এসেছে গোসাবায়। তাদের রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পাখিরালয়ে রাখা হয়েছে।
পরিস্থিতির ওপর ক্রমাগত নজর রাখকে তারা।গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী জানিয়েছেন, বিগত দিনের প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেক শিক্ষা নেওয়া হয়েছে। ফলে মোকা আছড়ে পড়লে তারজন্য আগেভাগেই সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।