
সত্যজিৎ মণ্ডল, ভাঙড়: ভাঙড়ে আড়াই কোটি টাকার রাস্তার শিলান্যাস করলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক সওকত মোল্লা। শুক্রবার বিকালে ভাঙড়ের ফুলবাড়িতে আনুষ্ঠানিকভাবে রাস্তার শিলান্যাস করেন তিনি।
জাউলগাছি গ্রাম পঞ্চায়েতের তালেব মোল্লার মোড় থেকে ফুলবাড়ি শুকুর আলির বাড়ি পর্যন্ত পিচের রাস্তার কাজ শনিবার থেকেই শুরু হবে বলে জানান সওকত মোল্লা। জাউলগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রফিক মোল্লার উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ, আইনুল মোল্লা, বাহারুল ইসলাম, বাদল মোল্লা, আহসান মোল্লা, মীর তাহের সহ অন্যরা। সওকত বলেন, পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ তৃণমূলকে আশীর্বাদ করলে এলাকার সার্বিক উন্নয়নের জোয়ার আসবে।
যদিও রাস্তার শিলান্যাস প্রসঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, সাধারণ মানুষের আইওয়াশ করার জন্য তৃণমূল কংগ্রেস এসব নাটক করছে। বিধানসভা ভোটের থেকেও পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ বেশি ভোট পাবে বলে তিনি জানান।