খবরদেশ

অবশেষে জামিন পেলেন ইমরান খান

সংবাদ সংস্থা :  অবশেষে জামিন পেলেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর করেছে ইসলামাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে ১৭ মে অবধি কোনও মামলায় গ্রেপ্তার করা যাবে না ইমরানকে। বৃহস্পতিবারই তাঁর গ্রেপ্তারিকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছিল পাক সুপ্রিম কোর্ট।

শুক্রবারই ইসলামাবাদ হাইকোর্টে হিংসায় উসকানি মামলায় জামিন পেলেন তিনি। আগামী ২৩ মে পর্যন্ত জামিনের মেয়াদ। তবে তিনি এখনই মুক্তি পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকছে। ইমরানের বিরুদ্ধে রয়েছে ১২১ টি মামলা। এদিকে, ইমরানের জামিনের খবরে উৎসবে মেতেছেন পিটিআই সমর্থকরা।

শুক্রবার অবশ্য কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইমরানকে আদালতে হাজির করা হয়। ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঁগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজ শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এদিকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাক সুপ্রিম কোর্টকে কটাক্ষ করেছেন।

Related Articles

Back to top button
error: Content is protected !!