স্টাফ রিপোর্টার: প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার।সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বিকেল ৫টা ৪৫ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গত কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি৷ ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণের কারণে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷
সেখানেই চলছিল তাঁর চিকিৎসা৷ শেষের দিকে, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে রাখা হয়৷ কিন্তু, তা-ও হল না শেষরক্ষা৷উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো একের পর এক কালজয়ী উপন্যাস উপহার দিয়েছেন তিনি।সাহিত্যকৃতির জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার-সহ একাধিক সম্মাননা পেয়েছেন তিনি।
সাহিত্যিকের অসুস্থ হওয়ার পর থেকেই বাংলার সাহিত্যিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত উদ্বেগই ঠিক প্রমাণিত হল। ‘কালবেলা’, ‘কালপুরুষ’, ‘সূর্য ঢলে গেল’র শ্রষ্টা পাড়ি দিলেন অনন্তের পথে।