খবরজেলা

নামখানায় পুকুর থেকে কুমির উদ্ধার

বিশ্ব সমাচার, নামখানা : পুকুর থেকে কুমির উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে দক্ষিন ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের গনেশনগর সুলীশঘেরী এলাকায়। স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা নাগাদ এক ব্যক্তি গনেশনগরে একজনের পুকুরে কুমিরটিকে দেখতে পান।

তৎক্ষনাৎ তিনি চিৎকার শুরু করে দেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে।এরপর প্রতিবেশীরা কুমিরটিকে ধরে ফেলে। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, কুমিরটিকে ওই পুকুরে প্রায় ২ সপ্তাহ ধরে যেতে আসতে দেখা যায় কিন্তু কোনো ভাবে ধরা সম্ভব হচ্ছিল না।

এর আগে বনদপ্তরেও খবর দেওয়া হয়েছিল কিন্তু তাঁরাও কোনো ভাবে কুমিরটিকে উদ্ধার করতে পারেনি। অবশেষে কুমিরটিকে উদ্ধার করার ফলে স্বস্তির নিশ্বাস ফেলল স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, এই এলাকায় আরও কুমির থাকতে পারে। বনদপ্তর সূত্রে জানা যায়, কুমিরটিকে ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হবে।

Related Articles

Back to top button
error: Content is protected !!