
স্টাফ রিপোর্টার: সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করল রাজ্য সরকার। এই ছবি এরাজ্য প্রদর্শন করতে দেওয়া হবে না, বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘৃণা ছড়ায় এমন কোনও ছবি প্রদর্শন করতে দেওয়া হবে না।
তাঁর মতে এই ছবির কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এমন কোনও বিষয়কে সুপ্রিম কোর্ট প্রশয় না দিতে বলেছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, গোটা রাজ্যে শান্তি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলায় জেলায় এই ছবি এই ছবি প্রদর্শন হচ্ছে কিনা. তা খোঁজ নেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন তিনি।