
স্টাফ রিপোর্টার: জেলের ভিতর অসম্ভব অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। গ্রেফতার হওয়ার পর জেল কর্তৃপক্ষ তাঁর শৌচকর্মের জন্য কমোডের ব্যবস্থা করলেও এখন সেই সুবিধা আর তাঁকে দেওয়া হয় না। হাঁটু মুড়ে শৌচকর্ম করার কারণে কোমরের পুরনো ব্যথাটাও চাগাড় দিয়ে উঠেছে! মুখোমুখি হতে হচ্ছে মানসিক অশান্তি-অত্যাচারেরও। ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সোমবার মামলার শুনানির জন্য তাঁকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়েছিল। শুনানির শেষে সেখান থেকে বেরনোর সময় তিনি বলেন, ‘‘অসম্ভব, অসম্ভব, অসম্ভব অসুবিধা হচ্ছে! জেলে যে ভাবে থাকার কথা, থাকতে পারছি না।” এইটুকু বলেই তিনি গাড়িতে উঠে যান।তবে এদিন পার্থ চট্টোপাধ্যায় আদালতে ঢোকার মুখে একটি কবিতার দুটি লাইন বলেন।
সেই লাইনদুটি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। তিনি বলেছেন, ‘মসি লিপি দিলো তবুও শাকিলো না ছবি। অগ্নি দিল তবুও ঢাকিলো না সোনা।’ দল তাঁকে বহিস্কার করলেও পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও দলের অনুগত।সেই সঙ্গে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থকে বেরোতে দেখেই ‘চোর চোর পার্থ চোর’ বলে স্লোগান দিতে থাকেন তাঁরা।
গাড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এদের মধ্যে এক ব্যক্তি প্রশ্ন করেন, ‘পার্থ তুই কত খেলি? কালীঘাটে কত পাঠালি?’ তার মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে গাড়িতে তুলে দেন পুলিশকর্মীরা। গাড়ি এগোতে শুরু করলে যদিও সামনে থেকে সরে যান ওই ২ ব্যক্তি।