
স্টাফ রিপোর্টার: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অয়ন শীলের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল ইডি। সোমবারই আলিপুরের নগর দায়রা আদালতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মোট সাত জন অভিযুক্তের বিরুদ্ধে মোট ১১৩ পাতার চার্জশিট পেশ করেছে ইডি। এই মামলার সাক্ষী হিসাবে ৩৪ জনের নাম উল্লিখিত হয়েছে চার্জশিটে।চার্জশিটে অয়ন শীলের ২৩ কোটি টাকার সম্পত্তির উল্লেখ, খবর ইডি সূত্রে।
অয়নের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি ৯০ লক্ষ নগদ মিলেছে, দাবি ইডি-র। অয়নের নামে ২২ লক্ষ টাকা শেয়ার, ও ৬৪ লক্ষের গাড়ি মিলেছে, খবর ইডি সূত্রে। পার্থ ও শান্তনুর মধ্যে সেতু হিসেবে কাজ করেছে অয়ন, উল্লেখ চার্জশিটে, খবর ইডি সূত্রে। অয়নের বিরুদ্ধে বিভিন্ন এজেন্টের কাছ থেকে ৪৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ চার্জশিটে। অয়নের বিরুদ্ধে ওএমআর শিট বিকৃত করার অভিযোগের উল্লেখ ইডি চার্জশিটে।
গত ১০ মার্চ নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল হুগলির বলাগড়ের তৃণমূল যুবনেতা ও বহিষ্কৃত শান্তনুকে। ২০ মার্চ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন। শান্তনুর গ্রেফতারির ৫৯ দিন পর এবং অয়নের গ্রেফতারির ৪৯ দিন পর চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
চলতি বছরের জানুয়ারি মাসে শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে বলা হয়, শান্তনুর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা। পাশাপাশি অয়নের সল্টলেকের অফিস থেকে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি পাওয়া যায়।