খেলা

এশিয়া কাপ ইস্যুতে কোণঠাসা পাকিস্তান, ভারতের পাশে বাংলাদেশ, শ্রীলঙ্কা

এশিয়া কাপ নিয়ে আরও কোণঠাসা পাকিস্তান।এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়াল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ভারতের মতো এই দুই দেশও পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চাইছে না। উল্টে বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট আয়োজন করার আগ্রহ দেখাচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এশিয়া‌ কাপে পাকিস্তানে ভারতীয় দলকে না পাঠানোর সিদ্ধান্তে অনড় বিসিসিআই। গতবছর টি-২০ বিশ্বকাপের সময় জানিয়ে দেন বোর্ড সচিব জয় শাহ। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে নানান চাপ এলেও সিদ্ধান্ত বদলায়নি। সমস্যার সমাধান করতে বিকল্প প্রস্তাব দেয় পিসিবি।

ভারতের ম্যাচ নিরপেক্ষ কোনও ভেন্যুতে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও রাজি হয়নি ভারতীয় বোর্ড। পাকিস্তান থেকে সরিয়ে এশিয়া কাপ অন্যত্র নিয়ে যেতে চাইছে ভারতীয় বোর্ড। এই সুযোগ কাজে লাগিয়ে টুর্নামেন্ট নিজেদের দেশে করতে চাইছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

গতবছর এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়।‌ কিন্তু আর্থিক সঙ্কট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সেটা সম্ভব হয়নি। টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহিতে‌। এবারও সেখানেই এশিয়া কাপ আয়োজন করার প্রস্তাব আসতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে।

Related Articles

Back to top button
error: Content is protected !!