খবরবিদেশ

নতুন যুগের সূচনা, রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস

ব্রিটেনে নতুন যুগের সূচনা।রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। রানি দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ ৭০ বছরের রাজত্বের অবসানের পর শনিবার রাজা হিসেবে পথচলা শুরু হল তৃতীয় চার্লসের।এদিন সকাল থেকেই ব্রিটেনের ৪০তম রাজার রাজ্যাভিষেককে কেন্দ্র করে উৎসবের মেজাজ চতুর্দিকে

সকালেই বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছন রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলা। প্রার্থনার পর শপথ পাঠ করানো হয় নতুন রাজাকে। রাজদণ্ড ও রাজগোলক তুলে দেওয়া হয় রাজার হাতে। চূড়ান্ত পর্বে তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন আর্চবিশপ ক্যান্টারবরি।

চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি। নতুন রাজার রাজ্যাভিষেককে কেন্দ্র করে আগামী তিন দিন জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশে।

Related Articles

Back to top button
error: Content is protected !!