খবররাজ্য

‘দুর্নীতিবাজদের উল্লসিত হওয়ার কোনও কারণ নেই’: বিকাশরঞ্জন

স্টাফ রিপোর্টার: শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সমস্ত মামলা সরিয়ে দেওয়া হোক। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়ে বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘আপাত নিরপেক্ষতা বজায় রাখতেই সম্ভবত শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত।

এক্ষেত্রে বিচারপতির পূর্বের যাবতীয় নির্দেশ অপরিবর্তিতই থাকবে। একইসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, অন্যান্য মামলাগুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যেমন চলছিল তেমনই চলবে। এই নির্দেশ শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার ক্ষেত্রেই দেওয়া হয়েছে।

বাকি মামলা যেমন চলছিল, তেমনই চলবে।যতদূর বুঝতে পারছি, তাতে ব্যাপারটা এরকম। তবে অর্ডার হাতে না পেলে সঠিকভাবে বলা যাচ্ছে না।’একইসঙ্গে প্রবীণ আইনজ্ঞ বলেন, ‘দুর্নীতিবাজদের উল্লসিত হওয়ার কোনও কারণ নেই’।

Related Articles

Back to top button
error: Content is protected !!