Friday, April 19, 2024
spot_img
Homeজেলানামখানা থানার পাশের পুকুর থেকে পুলিশ কর্মীর উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নামখানা থানার পাশের পুকুর থেকে পুলিশ কর্মীর উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

অমিত মন্ডল, নামখানা : বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা থানার পাশের পুকুর থেকে উদ্ধার হল এক পুলিশ কর্মীর দেহ। মৃত পুলিশ কর্মী নামখানা থানার কনস্টেবল ছিলেন। এদিন সকালে পুকুরের জলে দেহটি উপুড় হয়ে ভাসতে দেখা যায়। মৃত পুলিশ কর্মীর নাম কৃষ্ণপদ সরদার(৫২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারপুরের বাসিন্দা কৃষ্ণপদ নামখানা থানার ব্যারাকে থাকতেন।

নামখানা থানার পাশের পুকুর থেকে পুলিশ কর্মীর উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

এদিন সকালে থানার পাশের পুকুর ঘাটে কয়েকজন স্নান করতে গেলে কৃষ্ণপদকে জলে ভাসতে দেখেন। এরপরই থানায় খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে দ্বারিকনগর ব্লক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নামখানা থানার পাশের পুকুর থেকে পুলিশ কর্মীর উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও কিভাবে ওই পুলিশকর্মীর মৃত্যু হল, পুলিশ তার তদন্ত শুরু করেছে। মৃত পুলিশ কর্মী কৃষ্ণপদর বাড়িতে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে বাড়ির লোকজন নামখানা থানায় এসেছেন।

নামখানা থানার পাশের পুকুর থেকে পুলিশ কর্মীর উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। উল্লেখ্য, বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে মৃত পুলিশ কর্মী কৃষ্ণপদ সরদার ২০২১ সালে রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুলিশ মহলে নেমে এসেছে শোকের ছায়া।

Most Popular